Thursday, September 29, 2011

মানুষের অনিষ্ট থেকে হেফাযতের ওয়াদা


তিরমিযী, হাকেম, বায়হাকী ও আবু নয়ীম হযরত আয়েশা (রা:) থেকে রেওয়ায়েত করেন, তিনি বলেন: হুযূর (সা: ) এর হেফাযতের জন্যে পাহারা দেয়া হত। অবশেষে এই আয়াত নাযিল হল:
ওয়াল্লাহু ইয়াছিমুকা মিনান্নাস
আল্লাহ মানুষের অনিষ্ট হতে আপনার হেফাযত করবেন।
এরপর হুযুর (সা: ) পাহারাদার সাহাবীগণকে বললেন: তোমরা চলে যাও। আল্লাহ তায়ালা স্বয়ং আমার হেফাযত করবেন।
আহমদ, তিবরানী ও আবূ নয়ীমের রেওয়ায়েতে জা’দা বলেন: আমি হুযুর (সা: ) এর কাছে এলাম। তাঁর কাছে এক ব্যক্তিকে পাকড়াও করে আনা হল এবং বলা হল: এই নরাধম আপনাকে হত্যা করার উদ্দেশ্যে ঘুরাফিরা করছিল। হযরত নবী করীম (সা: ) বললেন: মোটেই ভয় করোনা। কেউ আমাকে হত্য করতে চাইলেও আল্লাহ তায়ালা তাকে সে সুযোগ দিবেন না।

No comments:

Post a Comment